সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
দেশের সেবক হতে এমপি-মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেন, ‘আমি জোটে গিয়েছিলাম ড. কামাল হোসেনকে দেখে। মনে করেছিলাম ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর ছায়াতলে ছিলেন, তিনি একজন ভালো নেতা। কিন্তু আমি দেখেছি নির্বাচনের সময় তিনি নেতা নন। তিনি ভাল মানুষ, শিক্ষিত মানুষ কিন্তু নেতা না।’
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মিথ্যা মামলায় নির্যাতন ও কারাভোগ করা দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ৬২ জন নেতাকর্মীকে গামছা ও ফুলেল মালা দিয়ে বরণ করে নেয় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সরকার শুধু আওয়ামী লীগের জন্য নয়, কৃষক শ্রমিক জনতা লীগের জন্যও। একটা দেশের সরকার সবার জন্য। এক চোখে নুন, এক চোখে তেল বিক্রি করতে পারবেন না। আপনাকে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে। আমি আপনার দল করি না, আপনাকে সমর্থন করি।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক আব্দুস ছবুর খানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন বেগম নাসরিন কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেন, দুলাল হোসেন মাস্টার ও আবু জাহিদ রিপন প্রমুখ।