ভোলা (লালমোহন) প্রতিনিধি :
‘বঙ্গবন্ধুর অমর অবদান, বাংলাদেশের সংবিধান’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের ৪ নভেম্বর আজকের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে যা কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো এই সংবিধান।
স্বাধীনতার ৫০ বছর পর এই প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি পেল সংবিধান দিবস। গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য দিতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত-এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্খার মূর্ত প্রতিক হিসেবে বেঁচে থাকবে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ওসি মাহবুবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।