প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২২, ১০:৪২ পি.এম
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি কাজী কানিজ সুলতানা হেলেন।
জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় যুব দিবসে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং প্রশিক্ষনে ভাতা প্রদান করেন জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত-৩২৯ আসন) কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাজেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, জেলা জাসদের সাধারন সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা। আরও বক্তব্য রাখেন সফল আত্মকর্মী মোঃ নিজাম উদ্দিন, নকশী কাথা ট্রেডের ফাতেমা আক্তার মিলি, কম্পিউটার ট্রেডের প্রশিক্ষনার্থী তুহিন মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক ওবায়েদুল ইসলাম বাদল। সভায় যুবদের মধ্যে ঋনের চেক বিতরন করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে এক বর্ণাঢ্য র্্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে র্যালী শেষ হয়।
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.