পিরোজপুর (নেছারাবাদ) প্রতিনিধি :
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সুন্দরবন ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের উদ্যোগে উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশত জন শিক্ষার্থীদের মাঝে দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
রবিবার স্থানীয় ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে বৃত্তি প্রদান কালে এলাকার বিশিষ্ট ব্যাক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকসহ উদ্যোক্তা, সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সুন্দরবন ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ এস এম জাহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি মো. জাহিদ উদ্দিন আকন, সাবেক সাধারন সম্পাদক মো. মোহসিন, এ্যাডভোকেট এস এম ফুয়াদ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন ও মো. নুরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত সুন্দরবন কেন্দ্রিক কাঠ ব্যবসায়ীদের প্রতিষ্ঠান সুন্দরবন ওয়েল ফেয়ার এ্যসোসিয়েশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে আসছে।