পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে ইলিশের জালে উঠেছে বিশাল আকৃতির পাঙ্গাস মাছ। পাঙ্গাসটির ওজন ১৫ কেজি। স্থানীয় ফিরোজ হাওলাদার নামের এক জেলের ইলিশ ধরার জালে পাঙ্গাসটি ধরা পরে।
শনিবার (২৯ অক্টোবর) তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বিপের পূর্বপাশে ডুবা চর পয়েন্ট এ মাছটি ধরা হয়। জেলে ফিরোজ জানান, আজ শনিবার দুপুর ২টায় তিনি ওই পয়েন্টে জাল ফেলেন।
বিকাল সাড়ে ৩টায় জাল টেনে তোলেন তিনি। তখন এই বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি দেখে আত্মহারা হয়ে যান। মাছটি বিক্রির জন্য সন্ধ্যায় বাউফল পৌর শহরের বাজারে নিয়ে আসা হয়। মাছটির দাম হাকা হয়েছে ১৩ হাজার টাকা। আর এটি মাছটি দেখতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা।