
স্টাফ রিপোর্টার :
আজ ২৯শে অক্টোবর, ২০২২ ইং উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা নিয়ায মাখদুম খোতানী আততুর্কিস্তানি (রহ:) -এর ৩৬ তম ইন্তেকাল বার্ষিকী । ১৯৮৬ সনের ২৯শে অক্টোবর হুজুর দুনিয়ার মায়া ত্যাগ করে রফিকে আ’লার সান্নিধ্যে পাড়ি জমান।
এ উপলক্ষে দারন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় বাদ ফজর কুরআন খতম, এরপর হুজুরের জীবনী ভিত্তিক আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মুহা: আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগমন করেন ঐতিহ্যবাহী রাজবাড়ী ভান্ডারিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ সিরাজুম মুনির সাহেব ।
পরিশেষে সকলে আল্লাহ তায়ালার নিকট দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।