ঝালকাঠী প্রতিনিধি :
কমিউনিটি পুলিশিং সেবায় বিশেষ অবদানের জন্য ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানকে শুভেচ্ছা স্মরক ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। শনিবার সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে তাকে এ পুরস্কার দেওয়া হয়। সাংবাদিক কাজী খলিলুর রহমান ছাড়াও ৯ জনকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন আমির হোসেন আমু এমপি।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান।