পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় গলাচিপা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে শুরুতেই কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত।
আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় প্রমুখ।