পটুয়াখালী (দুমকী) প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসা বাইতুন নূর বেপারী বাড়ী জামে মসজিদের নামে এলজিইডি কর্তৃক সরকারী বরাদ্দকৃত তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ওই এলাকার সাধারণ মানুষসহ মসজিদের মুসুল্লিরা।
শুক্রবার সকাল ১০টায় জলিসা বাইতুন নূর বেপারী বাড়ী জামে মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলমগির মাস্টার, সাধারণ সম্পাদক ফিরোজ মৃধা, মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলামসহ এলাকার অসংখ্য মানুষ।
বক্তারা বলেন, পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সম্পাদক মোঃ মিজানুর রহমান দুই বছর আগে জলিসা বাইতুন নূর বেপারী বাড়ী জামে মসজিদের নামে সরকারী বরাদ্দকৃত তিন লাখ টাকা আত্মসাত করেন। মসজিদ কমিটির লোকজন দুই বছর যাবৎ তাকে বারংবার তাগাদা দিলেও তিনি আজ-কাল-পরশু দিচ্ছি-দেব বলে তালবাহানা করে আসছেন।
সম্প্রতি বিষয়টি সর্বত্র জানাজানি হলে নড়েচড়ে বসে এলাকার সাধারণ মানুষসহ মসজিদের মুসুল্লিরা। বক্তারা বলেন, অবিলম্বে জেলা শ্রমিকলীগের সম্পাদক মোঃ মিজানুর রহমান মসজিদের অনুকূলে এলজিইডি কর্তৃক বরাদ্দকৃত তিন লাখ টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও তার বিরুদ্ধে সরকারি অর্থ তসরুপের অভিযোগেজরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন, তিনি এলজিইডির ওই প্রকল্পের ঠিকাদার ছিলেন। তবে কাজ না করেই সম্পূর্ণ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিষয়টি স্থানীয় সাংসদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার, ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মরতুজা শুক্কুরকে জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় অভিযুক্ত পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানের ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।