পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি :
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে প্রথম বারের মত পালিত হয়েছে শিক্ষক দিবস।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পাবলিক মাঠ এলাকা ঘুরে পৌর শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার, একাডেমিক সুপার ভাইজার মো. নূরুন্নবী, কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রার অধ্যক্ষ মাও. আব্দুল হাই, ধান্দী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর মোর্শেদ ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম রেজা প্রমুখ। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ গ্রহন করেন।