পটুয়াখালী প্রতিনিধি :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রেজার ডুবে নিহত আটজনের মধ্যে চারজনের মরদেহ পটুয়াখালীতে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে যার যার বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়।
তারা সবাই সদর উপজেলার জৈনকাঠী গ্রামের বাসিন্দা।
পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মহসিন জানান, বুধবার বিকালে চারজনের মরদেহ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে পটুয়াখালীর উদ্দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অ্যাম্বুলেন্সটি জৈনকাঠী পৌঁছায়। সকালের দিকে তাদের দাফন হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে দাফন সহায়তা দেওয়া হচ্ছে বলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই জানিয়েছেন।
তিনি বলেন, এসব শ্রমিক যে ড্রেজারে কর্মরত ছিলেন তার মালিক নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তা ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মীরসরাইয়ে ড্রেজার ডুবে আটজন নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল নাগাদ সবার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।