স্টাফ রিপোর্টার :
নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জননিরাপত্তা বিভাগ) জাহাঙ্গীর আলমকে ইসির সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
জাহাঙ্গীর আলমের দেশের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। কর্মজীবনে তিনি বাগেরহাট, কুমিল্লার জেলা প্রশাসকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে আছেন। প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয়ে সচিবের দায়িত্ব দেওয়া হলো।