মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ৫ হাজার মানুষের মাঝে এ সব খাবার বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া বাজার, হোগলপাতি, গোলবুনিয়া, আমতলী বাজার, বড় মাছুয়া বাজার, বড় মাছুয়া লঞ্চঘাট, খেজুর বাড়িয়া ও বেতনোর ইউনিয়নের মাঝেরচর।
বিতরণ করা শুকনো খাবারের মধ্যে ছিলো- চিড়া, মুড়ি, চিনি, টোস্ট, চাল, ডাল ও লবণ। এ সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ঊর্মি ভৌমিক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ইউপি চেয়ারম্যান দোলোয়ার হোসেন আকন, রিয়াজুল আলম ঝনো,শারমীন জাহান, নাসির হোসেন হাওলাদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিপিপি সদস্যবৃন্দ।