বরিশাল প্রতিনিধি :
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দি হয়ে পরা অসহায় মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। এসময় উপস্থিত ছিলেন বিসিসি’র ১৬ নং ওয়ার্ড যুবলীগের আহব্বায়ক জুয়েল রাফি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট তলিয়ে গেছে। কোনো কোনো রাস্তা ও নিচু এলাকায় হাঁটুসমান পানি জমেছে, অনেকের বাসাবাড়িতেও পানি ঢুকেছে। ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় বৃষ্টির পানি জমে আছে বাসার মধ্যে। যার ফলে জলাবদ্ধতার কারণে রান্নার সুযোগ না থাকায় আগুন জ্বলেনি প্রায় ওয়ার্ডের বাসিন্দাদের চুলায়। শুকনো খাবার খেয়েই কষ্টে রয়েছেন তাঁরা। পানিসম্পদ প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘সিত্রাং’ এর প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের জরুরী সেবা প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা অনুযায়ী সদর উপজেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় সেচ্ছাসেবী কর্মীরা ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের দ্বারে দ্বারে জরুরী সেবা প্রদান অব্যাহৃত রয়েছে। তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে জরুরী সেবা পেতে যোগাযোগ করলে তাদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা দুপুরের খাবার পৌঁছে দিয়েছি। বিগত দিনেও প্রতিমন্ত্রী সাধারণ মানুষের দুঃখ কষ্টে তাদের প্রয়োজনে পাশে ছিলেন এবং এরই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও জনগন তাদেরকে পাশে পাবেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘সিত্রাং’ এর প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী’র এই উদ্যোগ চলমান থাকবে বলেও জানান তিনি।