পটুয়াখালী (দুমকী) প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লোহালয়া নদীতে ইটবোঝাই ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টায় ঝড়ের কবলে পড়ে লোহালয়া প্রত্তাপপুর খেয়াঘাটের কাছে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি পটুয়াখালীর বাবু ব্রিকস থেকে ২৫ হাজার পিস ইট নিয়ে মুরাদিয়া আমীর হোসেন রাস্তার মাথায় যাচ্ছিল।
মৃতের নাম নুরুল ইসলাম মোল্লা (৪০)। তিনি পটুয়াখালীর লোহালিয়ার নাজিরপুর গ্রামের রসিদ মোল্লার ছেলে। ট্রলারে থাকা আরেকজন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন। পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবুর রহমান জানান, খবর পেয়ে তারা সকালে ঘটনাস্থলে পৌঁছেন। সকাল সাড়ে ১০টায় ট্রলারের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।