স্টাফ রিপোর্টার :
ভারি বর্ষণ আর স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস সঙ্গী করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এর কয়েক ঘণ্টা আগে থেকেই ঝড়ো হাওয়া আর ভারী বর্ষণ শুরু হয় উপকূলের জেলাগুলোতে। সন্ধ্যা থেকেই বিভিন্ন উপকূলীয় জেলায় গাছ ভেঙে সড়ক বন্ধ হয়ে যাওয়ার খবর আসতে থাকে, বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বহু এলাকা অন্ধকারে ডুবে যায়।
এদিকে, সিত্রাং’ এর প্রভাবে চট্টগ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জ। ঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চালু হয়েছে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম। অন্যদিকে, সিত্রাং এর প্রভাব কেটে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। ভারি বর্ষন ও ঝড়ে বাগেরহাটে ডুবে গেছে অসংখ্য মৎস্য ঘের, বিধ্বস্ত হয়েছে বেশকিছু কাঁচা ঘর। উপড়ে পড়েছে বিপুল পরিমান গাছ। ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপন করছে জেলা প্রশাসন। আশ্বাস দেয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তার।