
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৯৬ ভোটের ব্যবধানে আওয়ামীলীগের প্রার্থী মোঃ খলিলুর রহমান মিয়া (আনারস) কে পরাজিত করে স্বতন্ত্র প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক যুবলীগ নেতা এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ জয়লাভ করেছেন।
সরকারী ফলাফলে জানাগেছে, বিজিত স্বতন্ত্র প্রার্থী এড. মোঃ হাফিজুর রহমান হাফিজ (ঘোড়া) ভোট পেয়েছেন ৫৮২ এবং আওয়ামীলীগের প্রার্থী মোঃ খলিলুর রহমান (আনারস) পেয়েছন ৪৮৬ ভোট।
এ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড (সদর-মির্জাগঞ্জ-দুমকি) মহিলা সদস্য পদে ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুন নাহার শেলী (হরিন)। তার নিকটতম প্রতিদ্বন্দী নাসিমা আক্তার (ফুটবল) পেয়েছেন ১১১ ভোট। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে (বাউফল-দশমিনা) আসনে ১৪৬ ভোটে নির্বাচিত হয়েছেন কামরুন নাহার (দোয়াত কলম)। তার নিকট প্রতিদ্বন্দী পশারী রানী(হরিণ) পেয়েছেন ১২০ ভোট। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে ( গলাচিপা-কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিনা প্রতিদ্বন্দীতায় মহিলা সদস্য হয়েছেন মোসাঃ বিলকিস জাহান।
১ নং সাধারন ওয়ার্ডে (সদর) ১১৪ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ জামাল হোসেন (টিউবওয়েল), তার নিকটতম প্রতিদ্বন্দী চিন্ময় বণিক(হাতি) পেয়েছেন ৫৫ ভোট। ২ নং সাধারন ওয়ার্ডে (দুমকি) ৪০ ভোটে পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ জাকারিয়া কাওসার (টিউবওয়েল), তার প্রতিদ্বন্দী মোঃ আবুল বাসার (হাতি) পেয়েছেন ২৩ ভোট। ৩ নং ওয়ার্ডে (মির্জাগঞ্জ) ৫২ ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জাবির (তালা), তার প্রতিদ্বন্দী শামীম (হাতি) পেয়েছেন ২৭ ভোট। ৪ নং ওয়ার্ডে (বাউফল) দুইজন প্রার্থী মোঃ জসীম ফরাজী (তালা) ও শাহজাহান সিরাজ (অটোরিক্সা) ১০৪ ভোট করে দুজনেই সমান ভোট পেলে লটারীর মাধ্যমে শাহজাহান সিরাজ সদস্য নির্বাচিত হন। ৫ নং ওয়ার্ড (দশমিনা) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী মোঃ মিজানুর রহমান মিজান(টিউবওয়েল), তার প্রতিদ্বন্দী মোঃ জাকির হোসেন ভুট্টো (তালা) পেয়েছেন ৩৭ ভোট। ৬ নং ওয়ার্ড (গলাচিপা) ১২৬ ভোটে হয়েছেন মাঈনুল ইসলাম রনো (তালা), তার নিকট প্রতিদ্বন্দী মেঃ শাহীন মিয়া (টিউবওয়েল) পেয়েছেন ৩১ ভোট। ৭ নং ওয়ার্ডে ( কলাপাড়া) ৮৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফিরোজ শিকদার(তালা), তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আসাদুজ্জামান শুভ ((টিউবওয়েল) পেয়েছেন ৮০ ভোট। ৮ নং ওয়ার্ডে (রাঙ্গাবালী) সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান শিমুল(ঘুড়ি)। তিনি ভোট পেয়েছেন ৪০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আবদুল মালেক মিয়া (হাতি) পেয়েছেন ৩৩ ভোট। এ জেলায় ১০৮৩ ভোটের মধ্য ৫ জন ভোটার অনুপস্থিত রয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান। উক্ত নির্বাচিত চেয়ারম্যান, ৩ সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য ও ৮ টি সাধারন ওয়ার্ডের নির্বাচিত সদস্যগন সম্মানিত সকল ভোটার সাধারন এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।