স্টাফ রিপোর্টার :
ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলের শেষ দিন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এম এনামুল হক কয়েক লাখ মুসল্লির উদ্দেশ্যে বলেন, আমার পূর্ব পুরুষদের সকলেই এই ছারছীনা দরবারের অনুসারী ছিলেন। ছারছীনা দরবার একমাত্র সুন্নাতের অনুসারী দরবার তাই আমরাও এ দরবারে আসি। এ দরবার শরীফ থেকে লাখো মানুষ সঠিক পথের সন্ধান পেয়ে ঈমানদার হয়েছে। আপনারা দোয়া করবেন আমি ও আমার পরিবারের সকলে যেন এই দরবারের একজন খাদেম হিসেবে পাশে থাকতে পারি।