করোনা মহামারীর এই সময়ে কর্মহীন হয়ে পড়েছে অসহায় পরিবার সহ সকল নিম্ন শ্রেণীর মানুষ। এই পরিস্থিতি তে দরিদ্র মানুষের আর্থিক ঝুঁকিতে পড়েছে সবচেয়ে বেশি। তাদের জন্য যেন খাবারের সামগ্রী ব্যবস্থা করা এক নিত্যদিনের লড়াই। সমাজের নিম্ন শ্রেণীর অসহায় মানুষের কল্যাণে সর্বদা পাশে দাঁড়িয়েছে আমাল ফাউন্ডেশন এবং আইপিডিসি ফাইন্যান্স। তাই আমার ফাউন্ডেশন ও আইপিডিসি মানবতা ডিপোজিট এর যৌথ প্রযোজনায় ১৮০ সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর পটুয়াখালীতে ১০০ অসহায় পরিবার কে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। মহামারী কালীন সময়ে অভাবগ্রস্ত মানুষের জন্য এই সহায়তা নিয়ে এসেছে ক্ষণিকের স্বস্তি। পটুয়াখালী জেলার সদর উপজেলা দক্ষিণ তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তুষখালী গ্রামের মানুষের সহযোগিতায় মাধ্যমে তাদের এই সহানুভূতি জানিয়েছে আমাল ফাউন্ডেশন আইপিডিসি মানবতা ডিপোজিট।