স্টাফ রিপোর্টার :
করোনা মহামারীতে শুধুমাএ অস্বচ্ছল পরিবার গুলো নির্মমতার মুখে আছে তা নয় বহু স্বচ্ছল পরিবারের সদস্যরা অক্সিজেনের অভাবে চোখের সামনে ছটফট করতে করতে শেষ হয়ে যাচ্ছে। অসহনীয় বাস্তবতার মধ্যে, এমিটি অক্সিজেন ব্যাংক স্বচ্ছল- অস্বচ্ছল সকল স্তরের মানুষের পাশে অক্সিজেন নিয়ে দাঁড়িয়েছে। একটি মাত্র ফোন কল পেলেই তাৎক্ষণিকভাবে সিলিন্ডার নিয়ে ছুটে গেছে মুমূর্ষু রোগীর দ্বারে।
আজ রাজধানীর মিরপুরে- ১০ এ, নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্বাসকষ্টে ভোগা অসুস্থ বাবা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েন। বাসার অন্যান্য সদস্যরা চাকরির উদ্দেশ্য যখন বাহিরে। ঠিক এই গুরুতর সময়ে তার পাশে কেউ ছিল না। এমিটি অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীরা সংবাদ পেয়ে সিলিন্ডার নিয়ে ছুটে যায় অসুস্থ বাবাকে বাঁচাতে। আলহামদুল্লিলাহ!সঠিক সময়ে অক্সিজেন সেবা দেওয়াতে তিনি এখন সুস্থ। করোনার দুর্দিনে, অন্তিম মুহূর্তে অনেক সময় আপনজনেরা পাশে থাকতে পারেন না এবং অর্থ থাকলেও এসময়ে একটা সিলিন্ডার যোগাড় করা দুর্লভ । কিন্তু মানবিকতার টানে এমিটি অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীরা চরম দুর্দিনে অক্সিজেন সেবা দিয়ে চলেছে।