প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২১, ২:৫৭ পি.এম
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ কর্তৃক ম্যানহার্ট ল্যাবরেটরিজ ইউনানী ঔষধ ফ্যাক্টরীতে অভিযান
রংপুর প্রতিনিধি :
আজ রংপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনা এবং নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এসআই (নিঃ) আই এইচ লাকু সরকার এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ হাজিরহাট থানাধীন ১ নং ওয়ার্ডস্থ মুচির মোড়, উত্তম মৌলভীপাড়ায় অবস্থিত ম্যানহার্ট ল্যাবরেটরিজ ইউনানী ঔষধ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানকালে প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় যে,
ক) উক্ত প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই।
খ) ফায়ার সার্ভিসের ছাড়পত্র নাই।
গ) ঔষধ প্রস্তুতকারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেমন মাস্ক, হ্যান্ড গেøাভস ও মাস্ক পরিহিত দেখা যায় নাই।
ঘ) ঔষধ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা হয় নাই।
পরবর্তীতে উল্লিখিত অপরাধের দায়ে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেওয়ান আসিফ পেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধ আইন ১৯৪০ সালের ১৮(ক) ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের প্ল্যান্ট ইনচার্জ মোঃ বদিউজ্জামান (৩০), পিতা- মোঃ বাবুল ইসলাম, সাং- উত্তম মৌলভিপাড়া, থানা- হাজিরহাট, রংপুর মেট্রোপলিটন, রংপুরকে ৫০০০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারান্ডাদেশ দেন এবং ত্রুটি সংশোধন করে ঔষধ উৎপাদনসহ ফ্যাক্টরীটির সকল কার্যক্রম পরিচালনা করার আদেশ দেন।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.