পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে অসুস্থ্য মেধাবী শিক্ষার্থী রিপন সাহাকে শাহ ফাউন্ডেশনের এক লক্ষ টাকার চেক প্রদান অণুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
২০ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবে রাঙ্গাবালী উপজেলার অসুস্থ মেধাবী বিএ পড়ুয়া শিক্ষার্থী রিপন সাহার মুখমন্ডলে Neuro Fibromafosis টিউমার অপারেশনের জন্য শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলা চ্যানেল টিভি এর চেয়ারম্যান শাহ জে চৌধুরীর উদ্যোগে আর্থিক সহায়তা হিসেবে এক লক্ষ টাকার চেক বিতরন অনুষ্ঠান। বাংলা চ্যানেল টিভ’র পটুয়াখালী জেলা প্রতিনিধি জাকির মাহমুদ সেলিম এর সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসুস্থ্য রিপন সাহার হাতে চেক তুলেদেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জালাল আহমেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিতসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।