প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২১, ৪:৪২ পি.এম
আলীপুর ও মহিপুরে মৎস্য অবতরন কেন্দ্র উদ্বোধন করেন -মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম
কলাপাড়া প্রতিনিধি :
বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন "বাংলাদেশ উপকূলে সীউইড চাষ এবং সীউইডজাত পণ্য উৎপাদন গবেষনা" প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মৎস্য বন্দর খ্যাত আলীপুর ও মহিপুরে ইনস্টিটিউটের নদী উপকেন্দ্র অফিস কাম গবেষনাগার ভবন উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি। এ সময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুস ছবুর, জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন, বিএফডিসি'র চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমদার, পরিচালক মনজুন হাসান ভুইয়াঁ, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হসনাত মোহাম্মদ শহিদুল হক।
আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রটি ১৫ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ১ একর ১০ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে। অপর মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রটি ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১ একর ৯ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে। এ দুটি মৎস্য অবতরন কেন্দ্র নির্মান হওয়ায় হাজার জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের মাছ ক্রয়-বিক্রয়সহ ট্রলার থেকে মাছ সরবরাহ অনেক সহজ হবে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নেতারা জানান।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.