প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২১, ৩:৩৭ পি.এম
মানবতার বন্ধনে এতিমখানা ও হেফজখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
রংপুর প্রতিনিধি :
আজ ১৮ সেপ্টেম্বর, রোজ শনিবার দুপুর ১ ঘটিকার সময় হারাগাছ থানাধীন সারাই ইউনিয়নের মদামদন মৌজায় মানবতার বন্ধনে এতিমখানা ও হেফজখানা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুনশি এমপি। এরপর দোয়া করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মদামদন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুনশি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মানবতার বন্ধনে রংপুর। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, চেয়ারম্যান, কাউনিয়া উপজেলা পরিষদ ও কাউনিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জনাব মোঃ হান্নান শাহ্ , সাধারণ সম্পাদক, কাউনিয়া উপজেলা আওয়ামীলীগ, জনাব মোঃ আশরাফুল ইসলাম চেয়ারম্যান ১নং সারাই ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র অফিসারগণ এবং কাউনিয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা তারিন, মানবতার বন্ধনে রংপুরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন। মাননীয় প্রধান অতিথি আর্তমানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.