পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে ইউনির্ভাসাল এমিটি ফাউন্ডেশনের এমিটি অক্সিজেন ব্যাংক করোনা মহামারীর দুর্দিনে ২৪ ঘন্টা ফ্রি অক্সিজেন সেবা ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চলিয়ে যাচ্ছে । করোনার সূচনালগ্ন থেকে পটুয়াখালী জেলার সকল কভিড ও শ্বাসকষ্টের রোগীদের ইউনির্ভাসাল এমিটি নিঃস্বার্থভাবে অক্সিজেন সেবা দিয়ে চলছে।
আমাদের প্রতিনিধিকে পটুয়াখালীর টিম লিডার খন্দকার মোহাম্মদ ত্বহা জানান করোনা মহামারীর দুর্দিনে এমিটি অক্সিজেন ব্যাংক সকল বয়সের মানুষদেরকে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর হার কমলেও থেমে নেই কার্যক্রম। স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজ ১৮ সেপ্টেম্বর দুই জন শ্বাস কষ্টে ভোগা রোগীদের অক্সিজেন সেবা দেয়া হয়েছে। তার মধ্যে একজন হল একশত বছরের বেশি বয়সের এক বৃদ্ধ মা। তার নাম মোসাম্মৎ সুরাতুন নেছা। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার এলাকার বাসিন্দা। আর অপর জন হল পটুয়াখালী পৌরসভার লতিফ স্কুল রোড নিবাসী লুৎফা বেগম (৭৫)। এরা উভয়ই এজমা জনিত কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন।আমরা তাদের সুস্থতা কামনা করছি।
পটুয়াখালী জেলায় অক্সিজেন সেবা পেতে কল করুনঃ ০১৭২৬৫১৮৪৪৮. ০১৭৮৮১১৩৮৩০. ০১৬১৬৪৭৮৩০২.