
পটুয়াখালী প্রতিনিধি :
কোভিড-১৯ মোকাবেলায় করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনের কাছে ৬৪ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ ১৫ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অক্সিজেন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহম্মদ আলী। আরে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য এড. উজ্জ্বল বসু। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর কাছে ৬৪ টি অক্সিজপন সিলিন্ডার হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ডায়বেটিক হাসপাতালে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। এ্যাম্বুলেন্সটি রিসিভ করেন ডায়বেটিক সমিতির সভাপতি জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর সিকদার।