প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২১, ৬:১৮ পি.এম
করোনাকালীন দাফন ও ফ্রী অক্সিজেন সার্ভিস দেওয়ায় নলছিটিতে দু’টি সংগঠনকে সংবর্ধনা প্রদান।
নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দু'টি মানবিক সংগঠন কে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। ১৪ সেপ্টেম্বর-২১ বিকেলে নলছিটি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার নলছিটি উপজেলার মানবিক সংগঠন শাবাব ফাউন্ডেশন ও শামসুন্নাহার ফাউন্ডেশন কে ওই সংবর্ধনা প্রদান করেছেন। সংগঠন দু'টোকে আলাদা ক্রেষ্ট ও সংগঠনের সাথে জড়িতদের সার্টিফিকেট প্রদান করেন।
জানা গেছে, ২০২০ সনে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর নলছিটি উপজেলায় শাবাব ফাউন্ডেশন গড়ে ওঠে। চারজন মহিলা সদস্যসহ ৩৩ সদস্যের শাবাব ফাউন্ডেশন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী অর্ধ শতাধিক নারী ও পুরুষ মৃতদেহ গোসল, কাফন ও দাফন করে। নলছিটি উপজেলার গন্ডি ছাড়িয়ে ওই সংগঠন ঝালকাঠি জেলার কয়েকটি ইউনিয়নে মৃত্যু বরণকারী নারী ও পুরুষ মৃতদেহ দাফন কাজ সম্পন্ন করে। অপরদিকে করোনা পরিস্থিতির ২য় ঢেউ শুরু হওয়ার পর সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব শাহাদাত ফকিরের গড়ে তোলা নলছিটিতে শামসুন্নাহার ফাউন্ডেশন ফ্রী অক্সিজেন সার্ভিস চালু রেখে প্রায় অর্ধ শত করোনা আক্রান্ত রোগীকে সেবা দিয়েছে। এই সংগঠন দু'টো নিজস্ব অর্থায়নে করোনাকালীন মানবিক সেবা দিয়ে প্রশাসনের দৃষ্টি কাড়ে। যার প্রেক্ষিতে নলছিটি উপজেলা প্রশাসন সংগঠন দু'টো ও এর সাথে জড়িতদের সংবর্ধিত করার উদ্যোগ গ্রহণ করে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই সংগঠন দু'টো যেভাবে নিঃস্বার্থ সেবা দিয়েছে তা ইতিহাসে স্বাক্ষী হয়ে থাকবে। এসময় শাবাব ফাউন্ডেশনের সভাপতি মুফতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুফতি হানজালা নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক ও শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাদাত ফকির, শাবাব ফাউন্ডেশনের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক সাবেক কাউন্সিলর মুঃ মনিরুজ্জামান মুনির, জামাল আব্দুন নাসের, সাংবাদিক মিলন কান্তি দাস, নলছিটি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও শামসুন্নাহার ফাউন্ডেশনের সদস্য দিদারুল আলম রায়হান প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার সংগঠন দু'টোর নেতৃবৃন্দের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.