কোভিড – ১৯ করোনা সংক্রমন প্রতিরোধে ও করোনা রোগীদের সেবায় ঐতিহ্যবাহী “পটুয়াখালী প্রেসক্লাব’র অক্সিজেন ব্যাংক” পরিচালনায় স্ব-উদ্যোগে দুটি অক্সিজেন সিলিন্ডার দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। আজ ৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাবে ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারন সম্পাদক জালাল আহমেদ এর কাছে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন মহোদয় কর্তৃক প্রেরিত দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ রেজাউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সহ-সভাপতি এড. সোহরাব হেসেন, সাবেক ট্রেজারার প্রথম আলোর প্রতিনিধি শংকর লাল দাস, সাংবাদিক মির্জা হাবিবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।