পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষনের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষন পরবর্তী সম্মানী ও সনদ বিতরন অনুষ্ঠিত।
আজ ৮ সেপ্টেম্বর বুধবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহিন মাহমুদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটি (জিআরইএস) জেলা সম্বন্নয়কারী সৈয়দ মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কম্পিটারসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনপ্রাপ্ত ৫৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা ও সনদ বিতরন করেন।