চুয়াডাঙ্গা প্রতিনিধি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে মহামারি করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট চত্বরে ৩শ পরিবারের মধ্যে প্রত্যেকের জন্য দুই হাজার পাঁচশ টাকা করে তুলে দেওয়া হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, প্রত্যেকটি ভালো কাজেই রেড ক্রিসেন্টকে আগে পাওয়া যায়। করোনাকালীন সময়ে প্রথম থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করছে। চুয়াডাঙ্গায় আসার পর থেকেই আমরা ভালো কাজে রেড ক্রিসেন্টকে সবার আগে দেখছি। রেড ক্রিসেন্ট সোসাইটি সমাজের যে কাজগুলো করে তা সত্যিই প্রশংসনীয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান বলেন, কোভিড-১৯ মহামারীর প্রভাবে সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় সরকারের নেতৃত্বে আমরা সবাই একযোগে কাজ করছি। এই সময়ে অনেকেই কিছুটা অসহায় সময় পার করছে। মানবতাই মূল এই বিষয়কে সামনে রেখে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। সকলের সম্মেলিত প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সফল হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাহাঙ্গির আলম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড.সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ,চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এবং রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সদস্য অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা রেড ক্রিসেন্ট সদস্য অ্যাড. এম এম শাজাহান, জেলা রেড ক্রিসেন্ট সদস্য ও জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা রেড ক্রিসেন্ট সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, রেড ক্রিসেন্ট সদস্য অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।