নিজস্ব প্রতিবেদক :
সুন্দরবনের আলোর কোল এলাকায় এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরার ট্রলারকে ভাসতে দেখেছে জেলেরা। আজ মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলেরা দেখতে পান মাঝি-মাল্লাবিহীন ট্রলারটিতে ইলিশ ও জাল বোঝাই রয়েছে।
দুবলার চর ফিস্যার ম্যান চেয়ারম্যান কামাল উদ্দিনের বরাত দিয়ে বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্ভবত গভীর সমুদ্রে মাছ ধরার পর ঘাটে ফেরার পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ট্রলারের মাঝি-মাল্লারা অন্য ট্রলারে উঠে নিজেদের জীবন রক্ষা করেছেন। তবে ট্রলারের মালিককে খোঁজ করা হচ্ছে। বিষয়টি পশ্চিম কোস্টগার্ড স্টেশনকে জানানো হয়েছে এবং ট্রলারটি উদ্ধারের জন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
এ বিষয়ে পশ্চিম জোনের কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বিষয়টি জানতে পেরে ট্রলারটি উদ্ধারের জন্য রওনা হয়েছি।’