পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের সেই আলোচিত চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার এক নারী ইউপি মেম্বারের দায়ের করা মামলায় পটুয়াখালী সদর কোটে হাজির হলে ১৬ জনসহ ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
অদ্য সোমবার (৬’সেপ্টেম্বর) ২১ ইং তারিখ পটুয়াখালী আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলায় হাজির হলে বিচারক তাকে সহ ১৬’জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এবং সকলকে জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, এর আগেও চাল আত্মসাতের মামলায় ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার গ্রেফতার হয়।
এছাড়াও তিনি নিজের স্বীকারোক্তিতে বলেন, তার একাধিক মামলা এখনো চলমান রয়েছে।
এবিষয়ে স্থানীয় জনসাধারণ নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন,কিছুদিন আগেও চাল আত্মাসাৎ এর মামলায় জেলে গেছেন, এবার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার’কে মারধর করেছে ঐ ইউপি সদস্য কোর্টে মামলা করেছে, তাকে সহ ১৬ জনের জেল হয়েছে।
তবে এটা নিশ্চিত মাটি ভাংগা বাজারে ইটভাটায় ভাংচুর লুট,করা মামলায় এদের সকলের জেল হয়েছে। এসময় স্থানীয়রা আরো বলেন,আমাদের ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ একটি অবহেলিত ইউনিয়ন পরিষদ রাস্তঘাটের তেমন কোন উন্নতি নেই। আমরা এমন কলংকিত চেয়ারম্যান চাই না,আমরা সৎ নির্ভীক এলাকার উন্নয়ন হোক এমন একজন যোগ্য চেয়ারম্যান চাই।
এ ব্যপারে ছোট বিঘাই ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার এর ব্যবহৃত মোঠোফোনে ফোন করে উপরে উল্লেখিত বিষয়সমূহ জানতে একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।