বরিশাল প্রতিনিধি :
ওষুধ উৎপাদরকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অভিযান চালিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮)। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ওষুধ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহকারে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে শৃঙ্খলা রক্ষাকারী এলিট ফোর্সের টিম।
অভিযান চলাকালে ইন্দো-বাংলার অভ্যার্থনায় গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারলেও রাত সাড়ে ৮টার দিকে তাদের গেটের বাইরে বের করে দেওয়া হয়।
দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আভিযানিক টিম বেড়িয়ে যায়। তবে দায়িত্বশীল কোন কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলেননি। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান ফটকের বাইরে র্যাবের ৮টি গাড়ি অপেক্ষমান দেখা গেছে।
জানা গেছে, দেশব্যাপী র্যাবের অভিযান সপ্তাহের অংশ হিসেবে ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানেও অভিযান চালিয়েছিল র্যাব।
ওদিকে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকেও কেউ কোন কথা বলতে রাজি হননি। বক্তব্যের জন্য মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার পরে অফিসে যাওয়ার জন্য বলেছেন।