প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২১, ১০:৪৩ এ.এম
গৌরনদীতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান
গৌরনদী প্রতিনিধি :
বৈশ্বিক কোভিড-১৯ মহামারীতে করোনা রোগীদের স্বাস্থ্য সেবার লক্ষে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
সৈয়দ মতলুবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মো. আমরুল্লাহ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজের সাবেক জিএস মহিউদ্দিন বাদশা, যুগ্ন সম্পাদক আরিফুর রহমান আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্থানীয় সভাপতি আব্দুল ছত্তার, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন শরীফ মুহিদসহ অন্যান্যরা।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.