লালমোহন (ভোলা) প্রতিনিধি :
সাবেক বানিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে মারকাজুল উলূম হাজী নূরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্সে এ দোয়া মাহফিল হয়।
এতে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে এক বক্তব্যে তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
দোয়া মোনাজাতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমুখ।