স্টাফ রিপোর্টার :
বরগুনা চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের অন্যতম সহযোগী মোঃ মুসা খান ওরফে মুসা বন্ডকে (৩ সেপ্টেম্বর) রাতে বরগুনা থানা পুলিশ শহরের সদর রোড থেকে গ্রেপ্তার করে।
সে দীর্ঘদিন ভারতসহ দেশের বিভন্ন স্থানে পলাতক ছিলো। তবে বরগুনা জজ আদালতে বিচারের রায়ে মুসা বন্ড খালাস পেয়েছে।
বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম দ্বীপাঞ্চলকে জানান, গ্রেপ্তারকৃত মুসা বন্ডের বিরুদ্ধে জি. আর ও নন জি. আরসহ ৫টি মামলায় গ্রে প্তারী পরোয়ানা জারি রয়েছে। সেই সব মামলার সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে।