বরিশাল প্রতিনিধি :
শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, বেকার শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক-কর্মচারীদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের ফি মওকুফ এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানসহ ১৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এবং মহানগর দোকান কর্মচারি ইউনিয়নসহ ৯টি শ্রমিক সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এর অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর দোকান কর্মচারি ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণফোরাম নেতা অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক সভাপতি আবুল হাসেম মাস্টার, শ্রমিক নেতা আখতার হোসেন শপ্রু, জাহাঙ্গির হোসেন মুকুল, আবুল বাশার আকন, তুষার সেন ও আলাউদ্দিন মোল্লা।
সমাবেশে বক্তারা শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, বেকার শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক-কর্মচারীদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের ফি মওকুফ এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানসহ ১৫ দফা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একই দাবিতে নগরীতে একটি লাল পতাকা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।