পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে বাস মালিক গ্রুপের বসানাে সময় নিয়ন্তন কাউন্টার বন্ধের প্রতিবাদ এবং মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে বাস চলাচল বন্ধ ও সড়ক অবরােধ করে রেখেছে পটুয়াখালী বাস মালিক গ্রুপের সদস্যরা। বাস মালিক গ্রুপের দাবি মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার যানবাহন নসিমন, করিমন, ভটভটি, ব্যাটারী চালিত রিক্সা, অটারিক্সা, মাহিদ্রা ইত্যাদি চলাচলে দুর্ঘটনার ঝুকি বৃদ্ধির পাশাপাশি বাসের যাত্রী কমে যায়। বাস থেকে সরকারকে প্রতি বছর রাজস্ব দেয়া হয় যা অন্যান্য অবৈধ যানবাহন থেকে দেয়া হয়না। তাই অবিলম্ব মহাসড়ক থেকে অবৈধ যানবাহন চলাচল অপসারনের দাবি জানান তারা।