
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি হয়ে ঝালকাঠীতে যোগদানের উদ্দেশ্যে আজ ১ সেপ্টেম্বর বুধবার সকালে পটুয়াখালী ত্যাগ করেছেন। মহামান্য রাস্ট্রপতির আদেশক্রমে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রনাল মাঠ প্রশাসন -২ শাখা’র উপসচিব কে.এম..আল -আমিন স্বাক্ষরিত পত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
প্রকাশ সদর ইউএনও লতিফা জান্নাতী ২০১৮ সালের ২২ জানুয়ারী সহকারী কমিশনার হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। লতিফা জান্নাতী পটুয়াখালীতে দীর্ঘ তিন বছর ৭ মাস ৯ দিন তার অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠা এবং সফলতার সাথে পালন করতে সক্ষম হয়েছেন।
প্রকাশ, ৩ আগস্ট দেশের ১৪ টি উপজেলার নির্বাহী অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি (লতিফালতিফা জান্নাতী) দুই দুই বার পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এর নির্দেশে জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করেন। আমি ব্যক্তিগতভাবে তার কর্মযজ্ঞে আরও উন্নতি, সাফল্য এবং সফলতা কামনা করছি।
বুধবার সকালে লতিফা জান্নাতী ঝালকাঠীর উদ্দেশ্যে রওয়ানার প্রাক্কালে তাকে বিদায় জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহীন মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার বদরুল আমিন খান শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হেমায়েত উদ্দিন, ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিয়া সাবেরিন বাঁধন, ইউডিএফ মশিউর রহমান মিরাজ, একাডেমিক সুপারভাইজার শওকত আলী খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।