স্টাফ রিপোর্টার :
মুক্তিযুদ্ধের সময়ে মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) নিজ হাতে লেখা অন্তিনগর ও মেলাঘর ক্যাম্পের হিসাবের খাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার সংসদ অধিবেশন শেষে ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ঐতিহাসিক খাতাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।এ সময় ইলিয়াস আহমেদ চৌধুরীর ছোট ছেলে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীও উপস্থিত ছিলেন।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, যুদ্ধের সময় আব্বা নিজ হাতে অন্তিনগর ও মেলাঘর ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়ার খরচসহ বিভিন্ন হিসাব তিনি লিখে রাখতেন। ওই খাতা আমার আব্বার হেফাজতে ছিল। দীর্ঘদিন পর সেই খাতাটি খুঁজে পাওয়া যায়। বুধবার (১ সেপ্টেম্বর) সংসদ অধিবেশন শেষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খাতাটি হস্তান্তর করা হয়।