কিশোরগঞ্জ প্রতিনিধি :
অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়ার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাই ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার শাখার উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
আজ বৃহসপতিবার পুরান থানাস্থ ইসলামি সুপার মার্কেটের সামনে বেলা ১১ টার দিকে এ কর্মসূচী শুরু করে ঘন্টা ব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করে। কিশোরগঞ্জ জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীর মধ্যে জেলার সাধারন সম্পাদক মোঃ রোকন উদ্দিন,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি জুবায়ের আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক মুফতি বরকত হোসাইন,ইসলামি যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মোতাসিম বিল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আবু নাঈম সহ প্রমুখ বক্তারা বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে বলে অবিলম্বে স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,মাদ্রসাসহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্ববান করেন। কারণ হিসেবে তারা উল্লেখ করেন করোনার অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সমাজে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা মোবাইলে ফোনের দিকে আসক্তি বাড়ছে, ফলে বিভিন্ন ধরনের অপরাধমুলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় তৈরী হচ্ছে কিশোর গ্যাং সহ মাদকাসক্তের পরিমান। তাই অবিলম্বে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের মানষিক ও শারীরিক গতিশীলতায় ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে উদার আহ্ববান জানান।