স্টাফ রিপোর্টার :
এবার জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) বঙ্গভবন পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালি বাউস, পাবদা, গুলশা, সুবর্ণ রুই, গলদা চিংড়ি, মহাশোলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতি বলেন, মৎস্যখাত দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ।
আবদুল হামিদ মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।