স্টাফ রিপোর্টার :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মোঃ মোফাজ্জেল হোসেনকে তার রচিত المسائل العقدية في تفسير الأمام الرازي :دراسة تحليلية ‘ ইমাম রাযীর তাফসীর শাস্ত্রে আকীদা বিষয়ক আলোচনা: একটি তাত্ত্বিক পর্যালোচনা’ (AQIDA ISSUES IN THE TAFSIR OF IMAM AL RAZI: AN ANALYTICAL STUDY ) শীর্ষক অভিসন্দর্ভের জন্য ১৯-০৬-২০২১ তারিখে ১২০ তম একাডেমিক কাউন্সিলের সভায় এবং ৩১-০৮-২০২১ তারিখে ২৫২ তম সিন্ডিকেট সভায় তার এই ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। তার তত্ত্বাবধায়ক ছিলেন আলকুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী।
মুহাম্মাদ মোফাজ্জেল হোসেন ২০০২ সালে বগুড়া মাঝাইল দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করেন। অতঃপর দেশের প্রথম কামিল মাদরাসা ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদরাসা থেকে ২০০৪ সালে আলিম, ২০০৬ সালে ফাযিল এবং ২০১০ সালে তাফসীর বিভাগ থেকে কামিল (স্নাতকোত্তর) পাস করেন। এছাড়াও তিনি ইসলামি বিশ্বিবদ্যালয়, কুষ্টিয়া এর আলকুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০০৯ সালে ১ম শ্রেণিতে বি.এ (অনার্স) এবং একই বিভাগ থেকে ২০১০ সালে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
২০১১ সন থেকে অদ্যবধি দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তিনি দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার সম্মানিত আরবী প্রভাষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণা, প্রবন্ধ রচনা ও দীনী কিতাব রচনা করে চলেছেন।
তিনি মাগুরা জেলার অন্তর্গত বগুড়া নামক পল্লীতে এক সৎ, মেধাবী, পরিশ্রমী, সহজ-সরল কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা: মরহুম মো. মোজাম্মেল হোসেন এবং মাতা মরহুমা হোসনে আরা বেগম। তিনি দশ ভাই-বোনের মধ্যে সবার ছোট।
একান্ত সহকর্মীর এই অর্জনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব আ.খ.ম.আবুবকর সিদ্দীক মহান রবের শুকরিয়া আদায় করেছেন এবং তার দীনী খেদমতে উত্তরোত্তর সাফল্যের জন্য শুভানুধ্যায়ীদের কাছে দুআ কামনা করেছন।