প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২১, ৩:৫১ পি.এম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ কোতয়ালী থানাধীন হোটেল তিলোত্তমায় কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ, বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর এবং প্রধান উপদেষ্টা, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সভাপতি, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি ও কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর।
এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) জনাব মোঃ মহিদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি জনাব রেজাউল ইসলাম মিলন, বিশিষ্ট ব্যবসায়ী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব রোজি রহমানসহ মহানগর এলাকা হতে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সদস্যগণ উপস্থিতি ছিলেন।
উক্ত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। উক্ত প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন প্রফেসর মোঃ শাহ আলম।
অনুষ্ঠানে আলোচকগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোচনা করেন। বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.