রংপুরের কোতয়ালী থানাধীন হোটেল তিলোত্তমায় কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর ও প্রধান উপদেষ্টা কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোসাদ্দেক হোসেন বাবলু, সভাপতি, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি ও কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর। এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম, পিপিএম, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি জনাব রেজাউল ইসলাম মিলন, বিশিষ্ট ব্যবসায়ী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব রোজি রহমানসহ মহানগর এলাকা হতে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সদস্যগণ উপস্থিতি ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সেক্রেটারিগণ থানা শাখার বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম আরো জোরদার করার আহ্বান করেন। পরে ‘বন্ধন’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব মোঃ মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন)।