প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২১, ১০:০৫ এ.এম
চিকিৎসাধীন বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের শয্যা পাশে তথ্য প্রতিমন্ত্রী
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বঙ্গবন্ধুর প্রেস সচিব, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
গতকাল বিকেলে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তোয়াব খানকে দেখতে যান। এসময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছে তোয়াব খানের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৬ আগস্ট থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে কার্ডিওলজিস্ট ডা. কায়সার নাসিরুল্লাহর অধীনে চিকিৎসাধীন আছেন।
প্রতিমন্ত্রী এসময়, সংবাদপত্র জগতের জীবন্ত কিংবদন্তি তোয়াব খানের দীর্ঘায়ু কামনা করেন।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.