প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২১, ৯:৩৩ এ.এম
ইসলামিক আইকন অনুষ্ঠানের সেরা ১০জনকে পুরস্কার দেয়া হলো ১৮ লক্ষ টাকা
স্টাফ রিপোর্টার :
বিএমএলপি গ্যাস ইসলামিক আইকন সিজন-১ পাওয়ার্ড বাই স্মার্ট গ্রুপ অনুষ্ঠানের সেরা ১০ বিজয়ীর হাতে ১৮ লক্ষ টাকা পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেরা জনকে দেয়া হয়েছে চাকুরীরর অফার। রাজধানীর পল্টনে বার্ডস আই রুফটপে আয়োজিত একটি হোটেলে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত হয়েছে এ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত থেকে শুভকামনা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি স্মার্ট গ্রæপের চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন দেশবরেণ্য ইসলামিক স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন গার্ডিয়ান পরিবার ও স্পন্সর প্রতিষ্ঠান স্মার্ট গ্রæপের কর্মকর্তাগণ। এছাড়া দেশ বরেণ্য আলেমেদ্বীন, সম্মানিত বিচারক, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
১ম পুরস্কার নগদ মোট ৩ লক্ষ টাকা, ওমরা হজ, বিদেশে উচ্চ শিক্ষার সুযোগসহ ট্যাব, গিফট হ্যাম্পার ।
২য় পুরস্কার নগদ ২ লক্ষ টাকা, ওমরা হজ, বিদেশে উচ্চ শিক্ষার সুযোগসহ ট্যাব ও গিফট হ্যাম্পার;
৩য় পুরস্কার নগদ ১ লক্ষ, টাকা ওমরা হজ, বিদেশে উচ্চ শিক্ষার সুযোগসহ ট্যাব ও গিফট হ্যাম্পার; ৪র্থ পুরস্কার ওমরা হজ, নগদ ২০ হাজার টাকা, বিদেশে উচ্চ শিক্ষার সুযোগসহ ট্যাব ও গিফট হ্যাম্পার
এবং ৫ম থেকে ১০ম পর্যন্ত প্রত্যেকে নগদ ২০ হাজার টাকা, ট্যাব ও গিফট হ্যাম্পার। এছাড়াও সেরা ৪ বিজয়ীর জন্য থাকছে স্মার্ট গ্রুপে চাকুরীর সুযোগ।
উল্লেখ গত গোটা রমজান মাসব্যাপি জিটিভিতে প্রচারিত হয়েছে বিএমএলপি গ্যাস ইসলামিক আইকন সিজন-১ পাওয়ার্ড বাই স্মার্ট গ্রুপ অনুষ্ঠানটি। বর্ণাঢ্য আয়োজনটির মাস্টার মাইন্ড গ্রন্থনা, উপস্থাপনা ও সার্বিক পরিচালনায় ছিলেন খালিদ সাইফুল্লাহ বকসী। এ রিয়েলিটি শোতে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত ৬৪ জন মেধাবীকে নিয়ে রমজান মাসব্যাপি চলেছে টেলিভিশন অনুষ্ঠান। সর্বশেষ ১০ প্রতিযোগী চুড়ান্তভাবে বিজয়ী হয়েছে এবং এ আয়োজনে তাদেরকেই পুরস্কৃত করা হয়েছে।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.