সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে কোভিড-১৯ এ ক্ষতিগস্থ’ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত ১৯ লাখ টাকার প্রনোদনার ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিমের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের ঘুরে দাঁড়ানোর জন্য স্বল্প সুদে প্রণোদনা ঋণের প্যাকেজ ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় তাড়াশে কোভিড ১৯ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণের চেক বিতরণ করা হলো। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা-ভাইস চেয়াম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা মৎসজীবি লীগের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। কোভিড- ১৯ এ ক্ষতিগ্রস্থ ১৬ জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত স্বল্প সুদে ১৯ লাখ টাকার প্রনোদনা ঋণের চেক বিতরণ করা হয়।