প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২১, ১০:৩৬ এ.এম
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল।
পটুয়াখালী প্রতিনিধি :
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ নেতা–কর্মীদের ওপর গুলি বর্ষণ, মারধর ও প্রশাসনের দুটি মামলা দায়েরের প্রতিবাদে পটুয়াখালীতে,বিক্ষোভ মিছিল, মানববন্ধন, মোমবাতি প্রজ্জলন ও প্রতিবাদ সভা করেছে প্রজন্ম আহসান হাবীব খান পরিষদ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ (২১ আগষ্ট)সন্ধ্যায় পটুয়াখালী সদর রোডস্থ হোটেল জোনাকির সামনে প্রজন্ম আহসান হাবীব খান সংগঠনের পরিচালক আদনান হাবিব খানের নেতৃত্বে ২ ঘন্টা ব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রজন্ম আহসান হাবীব খান সংগঠনের সদস্য, ইখতিয়ার ফেরদৌস বকুল, আদনান আহমেদ ফিরোজ,অমিয় পাল তুর্য,পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক,সিয়াম সিকদার,সাবেক সহ-সম্পাদক মাহমুদুল হাসান রাইয়ান,মুসফিকুর রহমান,রথিন পাল সহ, জেলা ছাত্রলীগ,কলেজ ছাত্রলীগ,পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ নেতা–কর্মীদের ওপর গুলি বর্ষণ, মারধর ও প্রশাসনের দুটি মামলা দায়েরের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানান।ঘটনার বিচার না হওয়া পর্যন্ত নেতা কর্মীরা রাজপথে বিভিন্ন কর্মসূচি দেবে বলে জানান।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.