পটুয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধীনে বাস্তবায়নাধীন উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পানি সম্পদ ও মাটি ব্যবস্থাপনার মাধ্যমে জমির উৎপাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধি করনে পটুয়াখালী সদর উপজেলার বাদুড়া গ্রামে আউশ মৌসুমে উচ্চ ফলনশীল জাত ব্রি ধান ৪৮ আবাদের নমুনা ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।
আজ ২১ আগস্ট শনিবার দুপুরে বাদুড়া গ্রামে আউশ মৌসুমে উচ্চ ফলনশীল জাত ব্রি ধান ৪৮ আবাদের নমুনা ফসল কর্তন করেন ধানগবেষনা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারন বিভাগের কর্মকর্তা এবং কৃষকরা। ফসল কর্তন পূর্ব বাদুড়া মুকুল স্ট্যান্ড সংলগ্ন কেরাতুল কুরআন মাদরাসা মাঠে বরিশাল ব্রি আঞ্চলিক কাূযালয়ের এম.ও ঐশিক দেবনাথ এর সভাপতিত্বে কৃষক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) বিভাগের পিএসও ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধান গবেষনা ইনস্টিটিউটের এস.এস.ও ড. প্রিয় লাল চন্দ্র পাল, পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মান্নান, সেচ ও পানি ব্যবস্থাপনা (ব্রি) বিভাগের এস.এস.ও ড. দেবজিৎ রায়, মীর নূরুল হাসান মাহমুদ ও মো. বেলাল হোসেন, সদর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুস সালাম, সদর উপজেলা উপসহকারী মো. আব্দুল হাই। আরও বক্তব্য রাখেন কৃষানী সৈয়দা ইসরাত জাহান, কৃষক মনির ও আবু বক্কর। উক্ত প্রকল্পের আওতায় বাদুরা গ্রামে ৯০ জন কৃষক-কৃষানী ৩৩ একর জমিতে ব্রি ৪৮ জাতের ধান আবাদ করে ভাল ফলন পেয়েছে বলে কৃষক – কৃষানীরা তাদের বক্তব্যে জানান।